
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে ব্যতিক্রমী আয়োজন কবুতর রেস অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া থেকে আগত কিছু কবুতর প্রেমী ব্যক্তিদের আয়োজনে আজ শনিবার বেলা ১১ টায় উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই কবুতর রেসে প্রধান অতিথি ছিলেন,উপজেলা আ-লীগের সহ-সভাপতি পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা ক্রিয়া সংস্থার সহ-সভাপতি মনোরঞ্জন দাস রতন ও সমাজসেবী শহিদুল ইসলাম প্রমুখ। সকালে পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে কবুতরগুলো আকাশে উড়িয়ে দেয়া হয়। কিছুক্ষণ পর মোবাইলে খবর নিয়ে জানা যায়,পাঁচবিবি থেকে কবুতরগুলো কুষ্টিয়া জেলায় নিজ নিজ মালিকের বাড়ীতে গিয়ে পৌছায় মাত্র দেড় ঘন্টায়। কার কবুতর আগে গিয়েছে তা পর্যায়ক্রমে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় নির্ধারন করা হবে। এ এক আশ্চর্যের বিষয়।