প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৯:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২৫, ৬:৪৬ পি.এম
পাঁচবিবিতে খেলোয়ারদের মাঝে জার্সি বিতরণ ও ইফতার মাহফিল

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে পৌরসভার তরুণ ও উদীয়মান ফুটবলার ও ক্রিকেটারদের নিয়ে জার্সি বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে পাঁচবিবি ফাউন্ডেশনের আয়োজনে পাঁচমাথা হাজী মার্কেটের দ্বিতীয় তলায় রোহানী রেস্টুরেন্ট এন্ড বেকারী প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেন্ট্রাল কমিটির ফাউন্ডার মেম্বার আব্দুল্লাহ সাবিতের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফাউন্ডার মেম্বার, পাঁচবিবি খেলোয়ার কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা, রংধনু ক্লাবের উপদেষ্টা সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ জাহিদুর রহমান অশ্রু।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, রংধনু ক্লাবের উপদেষ্টা আরিফুল ইসলাম নয়ন, রংধনু ক্লাবের উপদেষ্টা ও রাধানগর খেলোয়ার কল্যাণ সমিতির সভাপতি মনজুরুল ইসলাম, নেহাল,ইমন, রাহুল, সাদ, নাজমুল সহ আরো অনেকেই। পরে পাঁচবিবি উপজেলার প্রধানতম ৮টি ক্লাবের প্রায় ১৬০ জন খেলোয়ারদের মাঝে টি-শার্ট ও জার্সি বিতরণ করেন প্রধান অতিথি। শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত