বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা।

পাঁচবিবিতে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা।

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবিতে গলায় ফাঁস দিয়ে শ্রী তন্ময় দাস (২২) নামের এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালিঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তন্ময় ঐ গ্রামের শ্রী ক্ষিতীশ চন্দ্র দাস ও মাতা রেখা রানী দাসের বড় পুত্র ।

নিহত পরিবার সূত্রে জানা যায়, তন্ময় ছিল নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের একজন কম্পিউটার বিভাগের ৭ম সেমিস্টারের শেষ বর্ষের মেধাবী ছাত্র। ঘটনার দিন দুপুরে অভিমানবশত: নিজ শয়ন ঘরে মায়ের শাড়ি সিলিং ফ্যানের সাথে পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার কারণ জানা যায়নি।

এ সংবাদ পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনপূর্বক লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে। শেষে আজ শুক্রবার দুপুরে নাকুরগাছি মহাশ্মশানে তার দাহ সম্পন্ন করা হয়। তার এই মৃত্যুতে নিহতের পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে আসে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments