সারা বাংলাদেশে ছাত্রদলকে ঢেলে সাজাতে আজ বুধবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ পাঁচবিবিতে আসেন। তিনারা উপজেলার মহিপুর হাজী মহসিন সরকারি কলেজ, দানেজপুর ডিগ্রী কলেজ ও মহিলা কলেজ পরিদর্শন করেন।
জানা যায়,গত ৫ই আগস্ট ছাত্র আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর সারা বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদলকে নতুনভাবে সুসংগঠিত করতে ছাত্রদলের কেন্দ্রীয়
সংসদ ৩৮টি টিমে বিভক্ত হয়ে দেশের প্রতিটি কলেজ ও ইউনিভার্সিটি গুলো পরিদর্শন কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের এই ১৬ নম্বর টিম জয়পুরহাট, গাইবান্ধা ও নওগাঁ জেলার দায়িত্বপ্রাপ্ত হন।
কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মোঃ নাজমুল হক বলেন, সারা বাংলাদেশে ছাত্রদলকে ঢেলে সাজাতে আমরা পাঁচবিবিতে এসেছি। এখানকার কলেজগুলোতে সাধারণ ছাত্রদের সঙ্গে আলাপ আলোচনা করে মিলেমিশে এখানে ছাত্রদলকে কিভাবে সু সংঘটিত করা যায় আমরা সেই কর্মসূচি পালন করছি। আরো সফর সঙ্গী ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক কাউসার মাহমুদ,জামিল মোরসালিন, জয়পুরহাট জেলা ছাত্রদলের সভাপতি মামুন প্রধান ও সাধারণ সম্পাদক রিপন।এ সময় আরো উপস্থিত ছিলেন,পৌর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট,থানা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল,সিনিয়র যুগ্ন আহবায়ক আইয়ুব হোসেন চৌধুরী,পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি,মহিপুর কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমানুর রহমান ও সদস্য সচিব মাইন ফেরদৌস সোহার্দ্য সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।