বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে ছাত্রনেতা শামীমকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাঁচবিবিতে ছাত্রনেতা শামীমকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডলকে হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়ে নৃশংস হামলার প্রতিবাদে পাঁচবিবি উপজেলা ও পৌর ছাত্রদলের যৌথ উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
আজ মঙ্গলবার বিকেলে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডলের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল রেলস্টেশনের পূর্ব প্রান্ত হতে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বারোয়ারী মন্দির চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে ছাত্রনেতা শামীম হোসেন মন্ডলের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক লিটন মন্ডলের সঞ্চালনায় এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বুলেট, পাঁচবিবি থানা বিএনপির সাবেক যুগ্নু সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী, থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমান,ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আবু নছর চৌধুরী ফরহাদ, যুব নেতা হারুনুর রশিদ দোয়েল, থানা যুবদলের সাবেক আহবায়ক মাসুম ও বালিঘাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাকিব প্রমুখ। বক্তারা ছাত্রনেতা শামীম হোসেন এর উপরে গুলি করে হত্যার চেষ্টাকারীদের আগামী সাত দিনের মধ্যে গ্রেফতারের দাবী জানান অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি ব্যক্ত করেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments