বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে জমি সংক্রান্ত জেরে হত্যা মামলায় ১৭ জনের যাবজ্জীবন কারাদন্ড

পাঁচবিবিতে জমি সংক্রান্ত জেরে হত্যা মামলায় ১৭ জনের যাবজ্জীবন কারাদন্ড

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

পাঁচবিবিতে হত্যা মামলায় ১৭ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও একইসাথে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং ৫ জনকে খালাস দিয়েছেন জয়পুরহাটের আদালত।

আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন,হাদিউজ্জামান, আরিফুল,  আবু নাসের, ডা: শাজাহান আলী,  আশরাফ আলী, আলী  ওরফে লাল মোহাম্মদ, মোহাম্মদ আলী, জহির,  শামছুল আলম, সায়েম উদ্দিন,  ওবাইদুল, সইম, রহিম, আবু সাঈদ,  আবু বক্কর, বানু বেগম ও শাহেরা বেগম৷

মামলার বিবরণে জানা যায়, জমি-জমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন যাবত বিরোধের জেরে ২০০৯ সালের ২রা মে সকাল ৮ টায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর চকপাড়া গ্রামের সালেহ মোহাম্মদ তার নিজ শ্যালো মেশিন ঘর ভেঙ্গে টিন নিয়ে বাড়ি ফেরার পথে মোহাম্মদ আলীর বাড়ির সামনের রাস্তায় পৌঁছিলে পূর্ব পরিকল্পিত ভাবে আসামিগণসহ আরো অজ্ঞাত নামা ৪/৫ জন বিভিন্ন ধরণের অস্ত্রে-সন্ত্রে সঙ্জিত হয়ে সালেহ মোহাম্মদের পথ রোধ করে আমগাছের সাথে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এরপর প্রচন্ড যন্ত্রনায় ছটফট করতে করতে আসামিদের নিকট পানি পান করতে চাইলে শুকনা মরিচ মিশানো পানি জোরপূর্বক পান করায়। এতে সালেহ মোহাম্মদ আরো করুন আর্তনাত ও চিৎকার করে নিস্তেজ হয়ে পড়েন। খবর পেয়ে নিহতের স্বজন ও এলাকাবাসী  চেয়ারম্যান ও থানায় অবগত করে সালেহ মোহাম্মদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয় ।

এ ঘটনায় নিহতের বড় ভাই আজিজুল হক  বাদী হয়ে পাঁচবিবি থানায়  হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments