বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে জায়গা জমির সীমানাজটিলতা  নিয়ে দ্বন্দ্বের কারণে আদালতে মামলা,

পাঁচবিবিতে জায়গা জমির সীমানাজটিলতা  নিয়ে দ্বন্দ্বের কারণে আদালতে মামলা,

জয়পুরহাট জেলা নিজস্ব প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি তে পৌর শহরের ৯ নং ওয়ার্ডের দানেচ পুর গ্রামে জায়গা জমি দখল ও সীমানা  জটিলতা কে কেন্দ্র করে  জেলা জয়পুরহাট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে, ভুক্তভোগী হীরা খানম ৪ জনকে আসামি করে মামলা করেছেন।

সোমবার মামলার বাদী দানেচপুর গ্রামের মোবারক আলীর মেয়ে হীরা খানমের জবানবন্দিতে ও মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন ১৪ই মে মঙ্গলবার

বিবাদী, আব্দুল কাদের, ওমর ফারুক, মুরশিদা খাতুন, উভয় পিতাঃ আবু হোসেন, স্ত্রী তহমিনা বেগম, সর্বসাং দানেশ পুর, থানাঃ ৫বিবি, জেলাঃ জয়পুরহাট গন

দলবদ্ধ হইয়া বসত বাড়ি ভাঙচুর করে জায়গা দখল করার চেষ্টা করে, এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে, হুমকি ধামকি দেয়,

এ বিষয়কে কেন্দ্র করে কিছুদিন আগে পাঁচবিবি থানায় অভিযোগ দেয়া হয় এবং পৌরসভায় অভিযোগ দায়ের হয়, এবং উভয় পক্ষের পাঁচবিবি থানায় ২টি সাধারণ ডায়েরি হয়, যাহা তদন্ত প্রক্রিয়াধীন।

এ বিষয়ে বিবাদী আব্দুল কাদেরের সাথে কথা হলে তিনি জানান, ঘটনা ঘটেছে গত মাসের ২৩ তারিখের আগে,

কিন্তু ২৩ তারিখে পাঁচবিবি থানায় ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোশাঈদ আলামিন স্বাদের উপস্থিতিতে

উভয় পক্ষের আপোষ মীমাংসা হয়, এবং অভিযোগ কারির অভিযোগ তুলে নেন, আপোস হওয়ার পর বিবাদী আমাদের উপর মিথ্যা সাধারণ ডায়েরি করে,   পরবর্তীতে আমরাও সাধারণ ডায়েরি করেছি যাহা বর্তমান তদন্ত প্রক্রিয়াধীন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments