বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত ।

পাঁচবিবিতে ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত ।

দবিরুল ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনের ধাক্কায় জাকিরুল নামের এক যুবক নিহত হয়েছে।আজ ১৫ই জুন শনিবার সকালে উপজেলার উত্তর গোপালপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। পরে এলাকাবাসীরা পাঁচবিবি থানা ও সান্তাহার জিআরপি পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

সান্তাহার জিআরপি থানার ওসি মোঃ মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন,ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে যুবকটির মৃত্যু হতে পারে। তবে কয়েকজন এলাকাবাসী বলেন,নিহত যুবকের বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার জামালগঞ্জ এলাকায় । তার নাম জাকিরুল ওরফে জিকরুল (২৮)। তাকে আটাপাড়া এলাকায় মাঝে মাঝে দেখা যায়।

এলাকাবাসীরা আরো জানান, সে মাদকদ্রব্য (এ্যাম্পুল) গ্রহন করে সকালে রেললাইনে বসে থাকার সময় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হতে পারে বলে তারা ধারণা করছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments