প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৯:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ১১:২৭ এ.এম
পাঁচবিবিতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত সিনিয়র যুগ্ম মহাসচিব দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের মাঝে সে বার্তা পৌঁছে দিতে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডলের নেতৃত্বে পাঁচবিবি পৌর শহরে মোটরসাইকেল র্যালীসহ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
আজ ২৩ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে পাঁচবিবি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই বিশাল গণসংযোগ টি।এই গণসংযোগে উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভা সহ প্রায় হাজারের অধিক বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। শেষে রেল স্টেশনের পূর্ব পাশে মাস্টারমাইন্ড স্কুল প্রাঙ্গণে নেতাকর্মীদের মাঝে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত সিনিয়র যুগ্ন মহাসচিব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমাদের এই গণসংযোগ। আমরা বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন স্তরের মানুষের সাথে কথা বলেছি। আমরা আগামীতে দলকে আরও সু সংঘটিত করে বিএনপি যাতে ক্ষমতায় আসতে পারে এ লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তাই আমরা দল মত নির্বিশেষে সকল মানুষের সার্বিক সহযোগিতা কামনা করছি।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত