বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে দুর্গা মন্ডপগুলো পরিদর্শন করলেন বিএনপি নেতারা

পাঁচবিবিতে দুর্গা মন্ডপগুলো পরিদর্শন করলেন বিএনপি নেতারা

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা শান্তি, শৃংঙ্খলা বজায় রেখে যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে আজ ১১ সেপ্টেম্বর শুক্রবার মহাঅষ্টমীর দিন বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর, কুসুম্বা, আওলাই ও মোহাম্মদপুর সহ ৪টি ইউনিয়নের দুর্গা মন্দিরগুলো পরিদর্শন করলেন থানা ও পৌর বিএনপি, যুবদল-ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রথমে মোহাম্মদপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের রশিদপুর রাধা গোবিন্দ মন্দির ও রশিদপুর রাধা গোবিন্দ মিলন মন্দিরে এই সম্প্রীতি সফরে প্রধান অতিথি ছিলেন,পাঁচবিবি থানা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম।এসময় তিনি মন্দির কমিটির সদস্য ও পুরোহিতদের সঙ্গে কথা বলেন। সেই সঙ্গে নির্বিঘ্নে পুজা পালনে কোন বিশৃঙ্খলার সৃষ্টি হলে তাদের সঙ্গে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগের পরামর্শ দেন । তিনি আরো বলেন, অসাম্প্রদায়িক চেতনায় সম্প্রীতির বন্ধনে বসবাস করছে সকল ধর্ম বর্ণের মানুষ ‌। কোন ভেদাভেদ নেই। প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান পালন হচ্ছে উৎসব মুখর পরিবেশে। আমাদের দেশে নেই কোন ধর্মীয় বৈষম্য। সম্প্রীতির এই দেশে দুর্গা মন্ডপগুলোতে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের কঠোর হস্তে দমন করা হবে। আমরা সেদিকে সদা প্রস্তুত রয়েছি।

আরো সফর সঙ্গী ছিলেন,থানা বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী,পৌর বিএনপি’র  যুগ্ন আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট,থানা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আবু তাহের,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মমিন খন্দকার ডালিম, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক আনিসুর রহমান আনিস, উপজেলা যুবদলের নেতা নয়ন প্রধান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আরিফুল ইসলাম নয়ন,উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল,পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম নাসির বিপ্লব,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব হাসানুর রহমান রাব্বি ও মহিপুর কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমানুর রহমান, ও মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আইনুল হক, ও সিনিয়র সহ-সভাপতি শাহাজাহাল ও সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুরসহ আরো অনেকেই। শেষে প্রতিটি মন্দিরের থানা বিএনপির পক্ষ থেকে শারদীয় উপহার হিসাবে নগদ অর্থ বিতরণ করেন প্রধান অতিথি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments