বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে নবাগত ইউএনও রুমানা রিয়াজের যোগদান

পাঁচবিবিতে নবাগত ইউএনও রুমানা রিয়াজের যোগদান

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে রুমানা রিয়াজ গত বুধবার সকালে জেলা প্রশাসকের নিকট তিনি যোগদানপত্র দাখিল করেন। আজ রবিবার সকালে তিনি পাঁচবিবির নিজ কার্যালয়ে উপস্থিত হয়ে বর্তমান ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বেলায়েত হোসেনের নিকট থেকে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বভার গ্রহণ করেন এবং তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
নবাগত ইউ.এন.ও রুমানা রিয়াজ ৩৬’তম বিসিএসের (প্রশাসনের) একজন কর্মকর্তা। চাকুরী জীবনে প্রথমে ৩ বছর বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে শিক্ষানবিশ হিসাবে কর্মরত ছিলেন। তারপর ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার সহকারি কমিশনার ভূমির দ্বায়িত্ব পালন করেন। এরপর সিরাজগঞ্জ জেলায় ডিসি অফিসে কর্মরত থাকা অবস্থায় পাঁচবিবিতে ইউএনও হিসাবে যোগদানের আগে তিনি কিছু সময় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন। নবাগত পাঁচবিবির উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা রিয়াজ বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ জনবান্ধব হিসেবে আমি গড়ে তুলতে চাই। এক্ষেত্রে সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় উপজেলার সকল জনপ্রতিনিধি, সুশীলসমাজ, সাংবাদিক সহ সকল শ্রেণী-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করছি। তার গ্রামের বাড়ী টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলায়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments