
নিজস্ব প্রতিনিধি জয়পুরহাটঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে রাস্তার কাজ চলছে নিম্নমানের ইট দিয়ে,
মঙ্গলবার সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার আওলাই ইউনিয়নের ফতেপুর গ্রামে এডিবির ৭ ফিট চওড়া এবং ২২০ ফিট লম্বা,এর নিম্নমানের ইট দিয়ে রাস্তার কাজ করতে দেখা যায়,
এছাড়াও নিম্নমানের বালু ও ৩নম্বর ইট দিয়ে রাস্তার কাজ করার কারণে এলাকাবাসী প্রথমে কাজ বন্ধ করে দেয়,পরবর্তীতে অত্র এলাকার প্রভাবশালী ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা হাম্মদ আলী ঠিকাদার হওয়ায় কাজ আবার শুরু করেন,
ঘটনাস্থলে সাংবাদিকগণ গেলে এলাকাবাসী অভিযোগ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন নিয়ে মানুষের উন্নয়ন করছেন, কিছু রাবিশ ঠিকাদারের জন্য সরকারের বদনাম হয়, রাস্তাটি ১ নম্বর ইট দিয়ে করার কথা থাকলেও তাহা মানছেন না ঠিকাদার।
এ বিষয়ে বারবার ঠিকাদারের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি,
এ বিষয়ে পাঁচবিবি উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুমের মোবাইল ফোনে ফোন দিলে লাইনটি কেটে দেন, এর জন্য তাহার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।