
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
পাঁচবিবির পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৫ মার্চ/২৫ ইং ১৪ রমজান,শনিবার বিকেলে পাঁচবিবি ডিগ্রী কলেজ মিলনায়তনে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পৌর জামায়াতের আমীর মোঃ আবুল বাশার এর সভাপতিত্বে ও পৌর সেক্রেটারী গোলাম রব্বানীর সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার মজলিসে শুরার অন্যতম সদস্য ও পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ সুজাউল করিম ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তার)।
আরও বক্তব্য রাখেন পৌর জামায়াতের সহকারী সেক্রেটারী ডাঃ মোশারফ হোসেন,পাঁচবিবি স্টেশন জামে মসজিদের খতিব হাফেজ মোঃ ইহাইয়া,পাঁচবিবি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম প্রমুখ।