বাড়িবাংলাদেশেপাঁচবিবিতে প্রতিবেশীর বিরুদ্ধে জমি জবর দখলের অভিযোগ

পাঁচবিবিতে প্রতিবেশীর বিরুদ্ধে জমি জবর দখলের অভিযোগ

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বেলখুর গ্রামে ক্রয়কৃত জমি প্রতিবেশী খাজামেল কর্তৃক জোরপূর্বক জবরদখল করার অভিযোগ করেছেন মোফাজ্জল নামের এক ভুক্তভোগী ব্যক্তি । অভিযোগে মোফাজ্জল বলেন, তিনি  ও তার পরিবার তাদের ক্রয়কৃত জমির দখল নিতে গেলে খাজামেল  ও তার স্ত্রী বিভিন্ন প্রকার  ভয়ভীতি ও বিভিন্ন হুমকি ধামকি দিয়ে জমিটি নিজেদের দখলে রাখে। এ অবস্হায়  মোফাজ্জল হোসেন পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সরেজমিনে গিয়ে ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বেলখুর গ্রামের মৃত আকালু হোসেনের পুত্র মোফাজ্জল হোসেন একই গ্রামের আহম্মদ আলী, বেহুলা, আমজাদ ও রেজাউলের নিকট থেকে ২১৮ দাগে পার্শ্ব উল্লেখ করে সোয়া ৬ শতক জমি ক্রয় করেন। পরবর্তীতে একই দাগের জমি ঐ গ্রামের  মৃত ফয়েজ উদ্দিনের পুত্র খাজামেলও ক্রয় করেন।

কিন্তুু খাজামেল তার ক্রয়কৃত জমি সহ মোফাজ্জলের পার্শ্ব উল্লেখ করা জমির কিছু অংশ জোরপূর্বক জবর দখল করে রাখে। চলতি মাসের ৪ তারিখ বৃহস্প্রতিবার ঐ জমির দখল নিতে গেলে তাকে  অকথ্য ভাষায় গালিগালাজ, ভয়ভীতি সহ হুমকি ধামকিসহ প্রাণ নাশের হুমকি দেন।

এ ব্যাপারে খাজামেল বলেন, আমি আমার ক্রয় করা জায়গা দখল করে রেখেছি। আমি অন্য কারো জায়গা দখল করিনি।  মোফাজ্জল যে জায়গা ক্রয় করেছেন সেটি তার বাড়ির মধ্যেই আছে। আর আমার বিরুদ্ধে হুমকি ধামকি ও অভিযোগের বিষয়টি সম্পূর্ন মিথ্যা ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments