বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সম্পন্ন হল দুর্গোৎসব

পাঁচবিবিতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সম্পন্ন হল দুর্গোৎসব

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবিতে  উৎসবমূখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল সনাতন ধর্মালম্বীদের সর্ববৃৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা।

রবিবার বিকেলে বিজয়া দশমীতে প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে সমাপ্ত হয় তাদের এই উৎসব।

সকাল থেকেই  মন্দিরে মন্দিরে ভক্ত অনুরাগীদের চলে প্রস্তুতি । শেষ মুহুর্তে চলে দেবীর বিজয়া দশমী পূর্জাচনা। দেবীর চরণে সিঁদুর দান করে নারী ভক্তরা মেতে ওঠে সিঁদুর খেলায়।

বিকলে ঢাক-ঢোলের তালে তালে নেচে গেয়ে দুর্গা প্রতিমা নিয়ে বের হয় ভক্তরা শোভাযাত্রায়। পরে শহর প্রদক্ষিণ শেষে বিভিন্ন পুকুরে ও নদীতে বিসর্জন করা হয় দেবী প্রতিমা।

উল্লেখ্য যে, এবার উপজেলায় ৭৬ টি মন্দিরে দূর্গাৎসোব অনুষ্ঠিত হয়। নির্বিঘ্নে উৎসব পালনে শুরু থেকে বিজয়া দশমীর দিন পর্যন্ত আনসার সদস্যের পাশাপাশি পুলিশ,বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে দায়িত্ব পালন করায় কোথাও কোন অপ্রীতিকর কার ঘটনা ঘটেনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments