বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো ২০টি ভূমিহীন পরিবার।

পাঁচবিবিতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো ২০টি ভূমিহীন পরিবার।

দবিরুল ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

ঈদুল আযহাকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন গৃহহীন পরিবারকে ৫ম পর্যায়ে (দ্বিতীয় ধাপ) জমি ও গৃহ-হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

আজ মঙ্গলবার সকালে পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনের উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সারাদেশে একযোগে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ সবুর আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা,পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব,সহকারী কমিশনার ভূমি মোঃ বেলায়েত হোসেন ও মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমানসহ বিভিন্ন স্তরের সুশীল সমাজ প্রমুখ।

শেষে উপজেলার ২০ জন ভূমিহীন পরিবারকে ২শতক জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments