
নিজস্ব প্রতিনিধি জয়পুরহাটঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা হিসাবে ডাঃ হাসান আলী যোগদান করেছেন।
২৯ সেপ্টেম্বর রবিবার দুপুরে তিনি উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা হিসাবে যোগদান করেন। পূর্বের প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ নিয়ায কাযমির রহমান বগুড়ার শেরপুর উপজেলায় বদলী হওয়ায় গত ৩ সেপ্টেম্বর সরকারী এক আদেশে তার স্থলাভিষিক্ত হোন তিনি। তিনি অফিসে পৌঁছিলে অফিসের কর্মকর্তা কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
যোগদান উপলক্ষে তাকে বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়,
ডাঃ হাসান আলী ভেটোনারী সার্জন হিসাবে ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত এ উপজেলাতেই অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব করেছেন, তিনি তার সর্বশেষ কর্মস্হল জেলার কালাই উপজেলা থেকে পাঁচবিবিতে উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা হিসেবে যোগদান করেন । ডাঃ হাসান ৩১ তম বিসিএস ক্যাডার হিসাবে চাকরিতে যোগদান করেন ।