বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত 

পাঁচবিবিতে ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত 

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
গ্রামীন জিসি চক্ষু হাসপাতাল বেতগাড়ী বগুড়ার আয়োজনে ফ্রি চক্ষু চিকিৎসা এবং ছানি রোগী বাছাই ক্যাম্প (চক্ষু শিবির) আজ ১৭ ই মার্চ সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাঁচবিবি উপজেলা পরিষদ চত্বরের শহীদ আলাউদ্দিন মিউনিসিপ্যাল স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
মার্কেটিং অফিসার অন্তূ কুন্ডুর সার্বিক তত্ত্বাবধায়নে এ চক্ষু শিবিরটির শুভ উদ্বোধন করেন,প্রধান অতিথি সাবেক পৌর কাউন্সিলর ও শহীদ আলাউদ্দিন মিউনিসিপ্যাল স্কুলের অধ্যক্ষ আনিছুর রহমান বাচ্চু। 
এ চক্ষু শিবিরে চক্ষু রোগীদের চিকিৎসা প্রদান করেন, ডাঃ মাহমুদুল হাসান,সিনিয়র এমএলওপি ফাহিমা খাতুন, ফার্মাসিস্ট জামীমা আক্তার, স্টাফ নার্স শ্যামলী আক্তার, এমএলওপি রোকসানা ও সেলসম্যান সাবিনা আক্তার।এ ক্যাম্পে প্রায় শতাধিক চক্ষু রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করা হয়। সহযোগিতায় ছিলেন গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্র পাঁচবিবি।
উল্লেখ্য, এখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর বাছাইকৃত ছানি রোগীদের মাত্র ২৬৫০ টাকায় ছানি অপারেশনের জন্য নিজস্ব গাড়িতে করে বগুড়া কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। বিদেশী লেন্স প্রদান করা হবে এবং থাকা খাওয়া ফ্রি।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments