দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি বণিক সমিতির নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠান আজ শনিবার সন্ধ্যায় সাইকেলহাটি বাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন,বণিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তাইজুল ইসলাম। সমিতির সমাজ সেবা সম্পাদক রাফিউল ইসলাম রুবেল ও সদস্য মানিক হোসেনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু,পৌর বিএনপি’র আহবায়ক আবুল হাসনাত মন্ডল হেলাল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,থানা পুলিশের এস আই সুশান্ত কুমার,বণিক সমিতির সাবেক সভাপতি ভরত প্রসাদ গোয়ালা,বর্তমান সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পি, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সানোয়ার,সদস্য মাসুদ রানা ও বিশিষ্ট চাল ব্যবসায়ী রহমত খন্দকার। আরো উপস্থিত ছিলেন,থানা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম ডালিম, পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন প্রমূখ।
শেষে ফিতা কেটে নতুন এ কার্যালয়ের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি।