
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
সততাই ব্যবসার মূলধন,ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিতে সহায়তা করুন, নিরাপদে ব্যবসা করুন এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটের পাঁচবিবি বণিক সমিতির ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা-২০২৫ সমিতির আয়োজনে আজ শনিবার বেলা ১১ টায় উপজেলা খোদাবক্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন সমিতির সভাপতি মোঃ তাজুল ইসলাম।
সমাজসেবা সম্পাদক রাফিউল ইসলাম রুবেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আফরোজা আখতার চৌধুরী।
বাৎসরিক আয় ব্যয়ের হিসাব তুলে ধরে বক্তব্য রাখেন,সমিতির সাধারণ সম্পাদক জীবনকৃষ্ণ সরকার বাপ্পী।
আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোঃ আরিফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, জেলা চেম্বার অফ কমার্সের সভাপতি আব্দুল হাকিম মন্ডল,জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল, থানা পুলিশের অফিসার ইনচার্জ মইনুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান ও বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি ফারজান হোসেন প্রমুখ। এ সভায় প্রায় দেড় হাজারের অধিক ছোট বড় ব্যবসায়ী উপস্থিত ছিলেন।