
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
পাঁচবিবিতে বালিঘাটা শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে ২২শে মার্চ ২১ রমজান শনিবার বিকেলে বীরনগর উচ্চ বিদ্যালয় মাঠে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বালিঘাটা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ মাসুদুর রহমান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সভাপতি এড,মামুনুর রশিদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ সুজাউল করিম ও উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তার)।
আরো বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারী মোঃ ছামসুল আলম, বালিঘাটা ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ খায়রুজ্জামান চৌধুরী,ইউনিয়ন সেক্রেটারী মোঃ নূর বক্স মন্ডল,ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ আরিফুল ইসলাম রাজু ও ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ কবির হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ। শেষের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।