বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে বিষ প্রয়োগে কবুতর হত্যার অভিযোগ।

পাঁচবিবিতে বিষ প্রয়োগে কবুতর হত্যার অভিযোগ।

দবিরুল ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের মাঝিনা (হাজরাপুর) গ্রামে বাড়ির পালিত কবুতর শত্রুতায় বিষাক্ত পর্দাথ প্রয়োগে মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

প্রতিকারের আশায় ভুক্তভুগী পরিবার থানায় লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগে জানাযায়, উপজেলার মাঝিনা গ্রামের মৃত আহসান আলী মন্ডলের ছেলে আব্দুল আজিজ (৬৭) নিজ বাড়িতে দীর্ঘদিন যাবৎ গরু-ছাগল, হাঁস-মুগির পাশাপাশি বেশকিছু কবুতর লালন-পালন করে আসছিল। মৃত-আসকর আলীর ছেলে মোঃ হেলাল (৫৫) ও তার স্ত্রী আফরুজা বেগম (৪৮) প্রতিবেশী হওয়ার সুবাদে তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় কয়েকদিন আগে শত্রুতা করে ধানের সাথে বিষাক্ত পর্দাথ মিশিয়ে বাড়ির ছাদে রাখে। এসব ধান খেয়ে ৭’টি কবুতর মারা যায় এবং কিছু কবুতর অসুস্থ্য হয়ে পরে। ঔষধ খাইয়ে অসুস্থ্য কবুতরগুলোকে ভালো করেন এবং গ্রামের অনেককে অবহিত করেন। এ বিষয়ে অভিযুক্ত হেলালের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি এমন কাজ করিনি। আমার মত মাঠে ধানের পোকা মাড়ার ঔষধ দিচ্ছেন অনেকেই।

কবুতর কার জমির ধান খেয়ে মারা গেলো সেটা না জেনেই শুধু আমার বিরুদ্ধে থানায় অভিযোগ হলো এটা ঠিক না। পাঁচবিবি থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয় হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments