প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ৭:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২৫, ১:৫৯ পি.এম
পাঁচবিবিতে ভেটেনারী রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের ইফতার মাহফিল

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
মাহে রমাদানকে সম্মান জানিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে ভেটেনারী রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন অব পাঁচবিবি (ভিরাপ)এর দোয়া ও ইফতার মাহফিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
১৭ই মার্চ ১৬ই রমজান সোমবার বিকেলে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতাল প্রাঙ্গনে ভিরাপ কর্তৃক আয়োজিত এ ইফতার মাহফিলে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভিরাপ উপজেলা শাখার সভাপতি মাসুদ আল হেলাল।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী। বিশেষ অতিথি ছিলেন, ভিরাপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হোসেন সরোয়ার মৃধা, সদস্য শফিকুল ইসলাম, শরীফ হোসেন, সোহেব আহমেদ ও জাভেদ কাউসার প্রমুখ।
পরে দেশ জাতি ও এ্যাসোসিয়েশনের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ঈমাম সোহরাব হোসেন মন্ডল।শেষে অর্ধশতাধিক ভিরাপ সদস্যদের মাঝে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত