বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে মাছ চোরের লাঠির আঘাতে মৎস্য চাষী গুরুতর আহত

পাঁচবিবিতে মাছ চোরের লাঠির আঘাতে মৎস্য চাষী গুরুতর আহত

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবিতে এক মাছ চাষীর লিজকৃত পুকুরে মাছ চুরি ও মাছ চোর কর্তৃক মৎস্য চাষীকে মারপিটে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

এই ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুরে পাঁচবিবি উপজেলার সিতা গ্রামে।

এ ব্যাপারে মৎস্য চাষী মোঃ মাহমুদুন নবী মিশু বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পাঁচবিবি থানায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে জানা যায়,উপজেলার সীতা গ্রামে প্রায় ২ একর একটি পুকুর লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষাবাদ করে আসছিলেন দমদমা গ্রামের মারতুবুল ইসলামের পুত্র মৎস্য চাষী মাহমুদুন্নবী মিশু। এমতবস্থায় আজ বুধবার দুপুরে সীতা গ্রামের রাকিব, জাহাঙ্গীর, রিফাত, রাসেদসহ কয়েকজন ওই পুকুরে মাছ চুরি করছিল। এ সময় মৎস্য চাষী মিশু গিয়ে হাতে নাতে রাকিবকে ধরে ফেলে। একপর্যায়ে মৎস্যচাষী মিশুকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। আহত মৎস্য চাষীকে উদ্ধার করে উপজেলা মহিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায় স্থানীয় লোকজন।

এ ঘটনায় প্রাণনাশের আশঙ্কায় নিরাপত্তা চেয়ে ঘটনার পরেই ৫ জনকে বিবাদী করে পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই মৎস্য চাষী। এ সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পাঁচবিবি থানা পুলিশের একটি দল। এ ব্যাপারে বিবাদী রাকিবের মা বলেন, আমার ছেলেকে মারপিট করার কথা শুনে আমি এগিয়ে আসি। আমার ছেলের বিরুদ্ধে মাছ চুরির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ঘটনার বিষয়ে পাঁচবিবি থানার অফিসার্স ইনচার্জ মোঃ কাওসার আলীর নিকট জানতে চাইলে তিনি বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি।তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments