বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করলো হিড বাংলাদেশ

পাঁচবিবিতে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করলো হিড বাংলাদেশ

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
উন্নয়নের অগ্রযাত্রায় ৫০ বছরে হিড বাংলাদেশ।হিড বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উৎসবে মেধাবী শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৫ আজ শনিবার সকাল ১০টায় পাঁচবিবি উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
হিড বাংলাদেশ পাঁচবিবি শাখা ও বিরামপুর অঞ্চলের আয়োজনে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন,বিরামপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক বিমল কুমার সরকার।
হাকিমপুর শাখা ব্যবস্থাপক অশোক কুমার বিশ্বাসের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,পাঁচবিবি থানার অফিসার্স ইনচার্জ মোঃ মইনুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা মৎস্য কর্মকর্তা মাহামুদা খাতুন পপি,পাঁচবিবি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আওরঙ্গজেব, বিশিষ্ট সমাজ সেবক খায়রুজ্জামান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, বন্ধনের পরিচালক আমিরুল হক টুটুল,হিড বাংলাদেশ পাঁচবিবি শাখার ব্যবস্থাপক আব্দুল মান্নান ও একাডেমিক সুপার ভাইজার জহুরুল ইসলাম প্রমূখ। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, হাবিবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাবুব-উল আলম ও গৃহিণী মর্জিনা বেগম।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে,মেধাবী ছাত্রী শিখা ও ছাত্র আশিক চৌধুরী।
শেষে উপজেলার ৮৩ জন শিক্ষার্থীর জিপিএ প্রাপ্তদের ৫ হাজার ও জিপিএ-৪ পয়েন্ট প্রাপ্তদের ৪ হাজার টাকা হারে প্রদান করেন অতিথিবৃন্দ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত মেধাবী শিক্ষার্থীদের মাসিক ভিত্তিতে ৫ হাজার টাকা হারে শিক্ষাবৃত্তিও প্রদান করা হচ্ছে বলে জানান কর্তৃপক্ষ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments