
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুসুম্বা ইউনিয়ন শাখা যুব বিভাগের উদ্যোগে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬ শে মার্চ ২৫ শে রমজান বুধবার বিকেলে কুসুম্বা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুসুম্বা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ মামুনুর রশিদ।
ইউনিয়ন জামায়েতের দপ্তর সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসের সূরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ গোলাম কিবরিয়া মন্ডল।
আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার সভাপতি মোঃ জুয়েল হোসেন,পাঁচবিবি উপজেলা জামায়তে ইসলামীর আমীর ডাঃ সুজাউল করিম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওঃ মোঃ আব্দুল সালাম, কুসুম্বা ইউনিয়ন জামায়াতের আমীর আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান, ইউনিয়ন জামাতের সেক্রেটারি ওমর ফারুক, ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মোজাম্মেল হোসেন,ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি হাফিজুর রহমান ও পাঁচবিবি উপজেলা পশ্চিম শাখা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মোঃ রুহুল আমিন প্রমুখ। শেষে উপস্থিত ২ হাজার নেতাকর্মী ও সমর্থকদের মাঝে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।