প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ১২:১২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩, ২০২৫, ৬:১৭ পি.এম
পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা বিপ্লব নিহত

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ গোলাম নাসির বিপ্লব (৩৬) নিহত হয়েছে।
আজ সোমবার সন্ধ্যায় উপজেলার বালিঘাটা ইউনিয়নের ফেচকাঘাট নামক স্থানে মোটরসাইকেল চালিয়ে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়ানো একটি সিএনজিকে সজোরে ধাক্কা দিলে ছিটকে পড়ে সে গুরুতর আহত হয়। এ সংবাদ পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত জয়পুরহাট জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত বিপ্লব পাঁচবিবির মালঞ্চা গ্রামের নুরুল হকের পুত্র। তার মৃত্যুতে দলে, নিহত পরিবারে ও গ্রামে শোকের ছায়া নেমে আসে।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত