বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে জামায়েতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাঁচবিবিতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে জামায়েতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে জামায়াতে ইসলামী কর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
গত বৃহস্পতিবার বিকেলে পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুয়াতপুর গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পোষ্টারে স্থানীয় কুয়াতপুর পূর্বপাড়া গ্রামের ইব্রাহিম ও তার ছেলে সজিব কাঁদা ও গবর দেয়। এ ঘটনায় স্থানীয় জামায়াত কর্মী সাকাওয়াত মাষ্টার ও আব্দুস সালাম মুন্সি প্রতিবাদ জানালে স্থানীয় বিএনপি নেতা গফুর গ্রুপের ইব্রাহিম ও তার ছেলে সজিব তাদের লোক-জনকে সংঘটিত করে সাকাওয়াত মাষ্টার ও আব্দুস সালাম মুন্সিসহ জামায়াত কর্মীদের উপর সন্ত্রাসী হামলা চালায়।এ হামলায় সাকাওয়াত মাষ্টারের বাড়িঘরে ব্যাপক ক্ষয়-ক্ষতি করে এবং জামায়াত-শিবিরের ৯ জন কর্মী গুরুতর আহত হয়।আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জয়পুরহাট জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে কুসুম্বা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আজ শুক্রবার বিকেলে শালাইপুর বাজারে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসের সুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ, জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ সুজাউল করিম ও কুসুম্বা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান প্রমুখ। বক্তারা অবিলম্বে এই বিএনপি নেতা গফুর গ্রুপের হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments