দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশের নবনিযুক্ত সহকারী অ্যাটর্নি জেনারেল পাঁচবিবির কৃতি সন্তান এ্যাড:মোঃ জোবায়দুর রহমান বাবুর সংবর্ধনা অনুষ্ঠান-২০২৪ রংধনু সামাজিক সেবা সংগঠন ও এলাকাবাসীর আয়োজনে আজ ১৬ই সেপ্টেম্বর সোমবার বেলা ১১ টায় বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রংধনু সামাজিক সেবা সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ আরিফুল ইসলাম নয়ন । সংগঠনের উপদেষ্টা জাহিদুর রহমান অশ্রুর সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা জমায়েতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, পাঁচবিবি থানা বিএনপি'র সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,পৌর বিএনপি'র আহবায়ক আবুল হাসনাত মন্ডল হেলাল, যুগ্ন আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট, থানা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আবু তাহের, পাঁচবিবি উপজেলা জামায়াতের আমির ডাঃ সুজাউল করিম,জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি জুয়েল হোসেন, থানা ছাত্রদলের সভাপতি ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির,যুগ্ন আহবায়ক হারুনুর রশিদ রাব্বিসহ আরো অনেকেই। শেষে বাংলাদেশ হাইকোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হওয়ায় পাঁচবিবির কৃতি সন্তান এ্যাড:জোবায়দুর রহমান বাবুকে বিভিন্ন সংগঠন ও এলাকাবাসীর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।