বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে সাব রেজিস্ট্রি অফিসে দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন

পাঁচবিবিতে সাব রেজিস্ট্রি অফিসে দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে সাব রেজিস্ট্রি অফিসে টাকা নিয়ে ভূয়া দলিল এবং মুহুরীদের অতিরিক্ত টাকা নেওয়াসহ বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ও পাঁচবিবি উপজেলার জনসাধারণ।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা সাব রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে এ বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচিতে টাকা নিয়ে ভূয়া দলিল ও মুহুরীদের অতিরিক্ত টাকা নেয়া সহ দুর্নীতির বিষয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরে বক্তব্য রাখেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক হাসিবুল হক সানজিত, মুখ্য সংগঠক নাহিদ, যুগ্ন আহবায়ক আল আমিন ফকির, ফারজান হোসেন, আলিফ, সংগঠক মম, তাসনিয়া, আনিকা ও তহমিনা প্রমুখ।
অভিযোগের বিষয়ে মুহুরী সমিতির সাধারণ সম্পাদক বাবুল মহুরী বলেন, তাদের কি অভিযোগ সেটা আলোচনা করলে তো বলতে পারব। সেটা না করে তারা এজলাসে ঢুকে মারমুখী আচরণ করছে। আমরা হতাশ হয়েছি। এছাড়াও তারা যে অভিযোগগুলো তুলছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। 
এ ব্যাপারে উপজেলা রেজিস্টার (অতিরিক্ত দায়িত্ব) এস এম কামরুল হোসেন বলেন, তাদের অভিযোগের কোন সত্যতা নাই। তারা অভিযোগ দিচ্ছে ১৪ সালের দলিল সংক্রান্ত ঘটনা। এখন ২৫ সাল। এই অভিযোগ তখন কেন করল না?
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments