
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:জয়পুরহাটের পাঁচবিবিতে তারুণ্যের অগ্রযাত্রায় স্কাউটিং এর ত্রৈ-বার্ষিক কাউন্সিল/সাধারণ সভা-২০২৫ আজ বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পাঁচবিবি উপজেলা স্কাউটসের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্র্মকর্তা ও উপজেলা স্কাউটের সভাপতি মোঃ মাহমুদুল হাসান।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শালাইপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল ও উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মিজানুর রহমান খান প্রমুখ। সভায় সর্ব সম্মতিক্রমে পুনরায় বালিঘাটা গোহাটা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার জয়নাল আবেদনীকে সাধারণ সম্পাদক করে পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।