
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
আজ শুক্রবার বিকেলে পাঁচবিবি উপজেলা পরিষদ মিলনায়তনে বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে ২০জন অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বিতরণ করেন প্রধান অতিথি বাংলাদেশের বিশিষ্ট লেখক ও কথা সাহিত্যিক দৈনিক কালের কন্ঠের প্রধান নির্বাহী সম্পাদক ইমদাদুল হক মিলন। সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ পাঁচবিবি উপজেলা শাখার সভাপতি নাহিদ এন্টারপ্রাইজের প্রো:মোঃ তাইজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বসুন্ধরা শুভ সংঘের উপদেষ্টা ও কালের কন্ঠের পাঁচবিবি প্রতিনিধি সুমন চৌধুরী,উপজেলা সহকারী কমিশনার ভূমি মারুফ আফজাল রাজন, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান ও সাধারণ সম্পাদক আরাফাত মন্ডল প্রমূখ। প্রধান অতিথি বলেন ,বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে সারা বাংলাদেশে অসচ্ছল নারীদের কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে আমরা ৬ মাসের প্রশিক্ষণ দিচ্ছি। প্রশিক্ষণ শেষে আজ আমরা এই পাঁচবিবি উপজেলার ২০ জন অসচ্ছল নারীকে সেলাই মেশিন প্রদান করলাম।