
শনিবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামের মোজ্জামেল হকের মেয়ে কলেজ ছাত্রী আয়শা সিদ্দিকাকে (২২) ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করার অভিযোগে পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত লম্পটরা উপজেলার মাঝিনা গ্রামের শ্রী সংকর মহন্তের ছেলে শ্রী রনি মহন্ত (৩০) ও একই এলাকার খোরশেদ মন্ডলের ছেলে জাহিদ হাসান (৩২)। আয়শা সিদ্দিকা জয়পুরহাট সরকারি কলেজে উদ্ভিদ বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিল।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব জানান, রনি ও জাহিদকে শনিবার বিকালে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তারা পুলিশের নিকট প্রাথমিক ভাবে ধর্ষন ও হত্যাকান্ডের কথা স্বীকার করে।
গত শুক্রবার রাতে আয়েশার ভাই-ভাবি ঈদের দাওয়াত খেতে গেলে আয়েশা পাশের বাড়ির দুই কিশোরী মেয়েকে অন্য রুমে রেখে সে পাশের রুমে ঘুমিয়ে পরে। এই সুযোগে রনি ও জাহিদ রুমে প্রবেশ করে আয়েশার পরনের পাজামা মুখে গুজে ধর্ষণ করে। এসময় আয়েশা নিজেকে বাঁচাতে রনির বুকে হাঁচর মারে। ধর্ষণের পর শ্বাসরোধ করে আয়েশাকে তারা হত্যা করে। ওসি আরও জানান ধর্ষণ ও হত্যা মামলায় তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।