বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবি উপজেলার শ্রেষ্ঠ ছাত্র লিংকন প্রকৌশলী হতে চায় ।

পাঁচবিবি উপজেলার শ্রেষ্ঠ ছাত্র লিংকন প্রকৌশলী হতে চায় ।

দবিরুল ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

লিংকন ছিদ্দিক। পাঁচবিবি উপজেলার কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয় থেকে এবার ২৪ সালে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে উপজেলার মধ্যে সর্বোচ্চ ১২৩৬ নম্বর পেয়ে ১ম হয়েছে।

তার এমন সফলতায় বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থী,গ্রামবাসীসহ পরিবারের সবাই খুশি। ভুলবশত: ইমন হাসান কে উপজেলায় শ্রেষ্ঠ হিসেবে নিউজ করা হয়েছিল আসলে সে দ্বিতীয় হয়েছে। তার প্রাপ্ত নং ১২৩২।সে কাঁকড়া পিংলু গ্রামের ব্যবসায়ী রেজাউল করিমের একমাত্র সন্তান। মা লুনা আক্তার বলেন, ছেলে আমার অনেক মেধাবী। সে যেটুকু পড়ালেখা করে সেটুকু মনে রাখতে পারে।আমি ব্যবসার কাজে দিনরাত ব্যস্ত থাকি। বাবা রেজাউল করিম রেজা বলেন, ছেলের আজকের এ সফলতার পিছনে আমার চেয়ে তার মায়ের ভুমিকাই বেশি।

বিদ্যালয়ের শ্রেণী শিক্ষক ওয়াজেদ আলী বলেন, লিংকন অত্যন্ত মেধাবী।সে ক্লাসে বরাবরই প্রথম হতো। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।লিংকন বলেন, দাদির ইচ্ছে পূরণে আমি একজন প্রকৌশলী হতে চাই ?

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments