বাড়িবাংলাদেশেপাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সদের কর্মবিরতি।

পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সদের কর্মবিরতি।

নিজস্ব প্রতিনিধি জয়পুরহাটঃ   জয়পুরহাটের পাঁচবিবিতে  নার্সদের কর্মবিরতি ও মানববন্ধন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১ অক্টোবর সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই কর্ম বিরতি পালন করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩৫ জন নার্সের নার্সিং সুপারভাইজার ফরিদা বেগমের নেতৃত্বে সকাল ৯ টায়

হাসপাতাল প্রাঙ্গণে কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মবিরতির কারণে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সেবা থেকে বঞ্চিত থাকার কারণে সমস্যায় পড়তে হয়েছে।  অনেক দূর-দূরান্ত থেকে সেবা নিতে আসা রোগীদের ভোগান্তিতে পড়তে হয়।

নার্সিং সুপারভাইজার ফরিদা বেগম  সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, আমরা এখন সুশিক্ষিত, আমরা কারো অধীনে থাকতে চাই না,

আমাদের নিজস্ব অফিসার দেয়া হোক, আমাদের এক দফা এক দাবি, আমাদের এই দাবি না মানলে ভবিষ্যতে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।

তবে এ বিষয়ে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, ডাঃ তানসীব যুবায়ের বলেন, নার্সদের কর্মবিরতির কারণে রোগীদের কোন সমস্যা হয়নি,।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments