প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৭, ২০২৫, ১২:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৮:২৬ এ.এম
পাঁচবিবি ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় ইফতার মাহফিল

দবিরুল ইসলাম ,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
ঢাকায অবস্থিত পাঁচবিবিবাসীদের নিয়ে পাঁচবিবি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
১৫ মার্চ ১৪ই রমজান শনিবার বিকেলে ঢাকার বাবুল টাওয়ার স্কাই রেস্টুরেন্ট ফার্মগেট মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার তুহিন।
ফাউন্ডেশনের ফাউন্ডার মেম্বার ও কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ জাহিদুর রহমান অশ্রুর সার্বিক তত্ত্বাবধায়নে ও ফাউন্ডেশনের সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ সাবিত এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পাঁচবিবি ফাউন্ডেশন এর সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গাউসুল আজম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফাউন্ডেশন মেম্বার ইঞ্জিনিয়ার রেজাল্ট করিম, ফাউন্ডার মেম্বার মোঃ জুনায়েদ আল আমীন ঋজু, সদস্য ওয়ালিদ হাসান ও আতিকুর রহমান প্রমুখ। এ ইফতার মাহফিলে পাঁচবিবির প্রায় শতাধিক চাকুরীজীবী, ছাত্র ও যুবসমাজ অংশগ্রহণ করেন। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত