বাড়িরংপুর বিভাগনীলফামারী জেলাপাওনা টাকা  চাওয়ায়-উল্টা এক লক্ষ টাকা চাঁদা দাবি এবং ১০হাজার ৫শত টাকা...

পাওনা টাকা  চাওয়ায়-উল্টা এক লক্ষ টাকা চাঁদা দাবি এবং ১০হাজার ৫শত টাকা ছিনতাই

মোঃ মফিজুল ইসলাম,নিজস্ব প্রতিনিধি নীলফামারী:
নীলফামারীর ডিমলা উপজেলায় সুন্দর খাতা গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ আব্দুর রশিদএর পাওনা টাকা চাইতে গেলে উল্টা এর নিকট হইতে খগার হাট মশিয়ার রহমানের গালামালের দোকানের সামনে এক লক্ষ টাকা চাঁদা দাবী করে।  
 মঙ্গলবার(৪মার্চ) রাতে খগার হাট মশিয়ারের গালামাল দোকানের সামনে  আব্দুর রশিদের পাওনাকৃত টাকা চাহিলে  উত্তেজিত হয়, অভিযুক্তরা   হলেন, একই  গ্রামের  নিজ সুন্দর  অগ্রামের, মোঃ আলেফ(মেম্বার) ছেলে রনি মিয়া (২৫),  মহিউদ্দিন ছেলে ছলেমান মিয়া (৩২) (মোজাম্মেল হক ছেলে রাহান (২৬), কালাম ছেলে সবুজ আলী (২১),আবু মিয়া ছেলে ফরিদুল (২৭), নান্নু মিয়া ছেলে রোমান(২৮),মৃত রফিকুল ইসলাম ছেলে রাসেল ইসলাম (২৬),মোঃ আবুল খায়ের ছেলে শরিফ ইসলাম(৩২) এলোপাথারি কিল ঘুষি মারিয়া উল্টোদিকে আব্দুর রশিদএর নিকট ১  (এক লক্ষ) টাকা চাঁদা দাবী করে। 
রুকাইয়া ডিজাইন সেন্টারে মালিক আব্দুর রশিদ বলেন, আমার  পাওনা  টাকা চাওয়া কে কেন্দ্র করে  আমার নিকট উল্টা এক লক্ষ টাকা চাঁদা দাবি করেন। আমি এক লক্ষ টাকা সম্মতি জানাইলে কিশোরী গং আমাকে মশিয়ারের গালামালের দোকানের সামনে এলোপাতাড়ি ভাবে কিল ঘুষি  মারতে থাকলে এবং উপরের পকেটে ১০হাজার৫০০ শত টাকা কিশোরীর গং ছিনিয়ে নিয়ে যায়। 
আব্দুল রশিদ জানান, এদের  অপকর্মের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করিলে তাহারা দলবদ্ধ হইয়া ভাংচুর, লুটতারাজ, সন্ত্রাস মূলক কর্মকান্ড করিয়া সাধারণ লোকজনের জনজীবন অতিষ্ট করিয়া তুলে । এ ব্যাপারে আব্দুর রশিদ বাদী হয়ে ডিমলা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলে এলাহী, বলেন এ বিষয়ে ডিমলা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments