পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মার্দান জেলায় আত্মঘাতী বোমা হামলা ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) মার্দান জেলা পুলিশ স্টেশন থেকে কয়েক মিটার দূরে এ বোমা হামলা ঘটনায় অজ্ঞ্যাত এক যুবক। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য নিউজ।
মর্দান রেঞ্জের আঞ্চলিক পুলিশ কর্মকর্তা (আরপিও) মোহাম্মদ আলী খান ও জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) ইরফানুল্লাহ খান ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আত্মঘাতী বোমা হামলাকারী থানা থেকে কয়েক মিটার দূরে একটি মাঠে বিস্ফোরণ ঘটায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আত্মঘাতী বোমা হামলার পর সব সরকারি অফিস, থানা ও স্কুলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে পাখতুনখোয়া প্রদেশের জেলা গুলোতে সন্ত্রাসের ঘটনা বেড়েছে।