বাড়িবাংলাদেশেরংপুর বিভাগপাটগ্রামে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা।

পাটগ্রামে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা।

রাশিদুল ইসলাম বাবু- পাটগ্রাম (লালমনিরহাট) নিজস্ব প্রতিনিধি।

লালমনিরহাটের পাটগ্রামে মুন্নি আক্তার (১৪) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। বুধবার দুপুরে পৌরসভার ১ নং ওয়ার্ডের বেংকান্দা (বান্দেরপাড়) এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মুন্নি আক্তার একই এলাকার মো মোখলেছার রহমানের মেয়ে।বুধবার রাত ১১ টায় পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু সাঈদ চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, বুধবার দুপুরে মুন্নির বাবা মোখলেছার রহমান বাড়ির বাইরে জাল বুনছিলেন। অপরদিকে তার মা হাসিনা বেগম এনজিওর কিস্তি দেয়ার জন্য পার্শ্ববর্তী বাড়িতে যান। ফিরে এসে দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে মুন্নির শয়ন ঘরের দরজা বন্ধ দেখে ডাকতে থাকেন কিন্তু কোনো সাড়া পাননি। এরপর ঘরের দরজায় সজোরে ধাক্কা দিলে দরজা খুলে যায়। এসময় মুন্নির ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার দেন তার বাবা-মা। এলাকাবাসী সেখানে জড়ো হন। মুন্নি জীবিত আছে ভেবে বাবা মরদেহ মেঝেতে নামিয়ে রাখেন। পরে ওই এলাকার পল্লী চিকিৎসক মো. হাবলু মিয়া এসে তার পালস পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ চৌধুরী বলেন, ‘নিহত মুন্নির পরিবার আমাদের জানিয়েছে, সে তার বাবার সাথে অভিমান করে আত্মহত্যা করেছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য আমরা তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।রিপোর্ট ও তদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments