বাড়িবাংলাদেশেপাটগ্রামে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাটগ্রামে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাশিদুল ইসলাম বাবু, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাট জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৪ সেপ্টম্বর) সকালে পাটগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি-বেসরকারি সকল শ্রেণী পেশার কর্মকর্তা ও প্রতিনিধিদের নিয়ে উপজেলার শহীদ আফজাল মিলনায়তনে জেলা প্রশাসক রকিব হায়দারের সঙ্গে এই পরিচিতি ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

এ সময় সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় নেতা, ব্যবসায়ী, ছাত্র সমাজ, বিশিষ্টজন ও রাজনৈতিক নেতারা বোমা বেশিন, স্বাস্থ্য খাত, স্থলবন্দর, পরিবেশ সম্পর্কিত বিষয়সহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন। পরে রকিব হায়দার এসব বিষয়ে প্রশাসনের ভূমিকার পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সচেতনতার কথা তুলে ধরে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবার রহমান, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments