
মো:নাজমুল হোসেন (জিয়ানগর) পিরোজপুর নিজস্ব প্রতিনিধি:
পিরোজপুরের জিয়ানগর উপজেলার ১নং পাড়েরহাট ইউনিয়ন বিএনপির আয়োজনে ১৭ ডিসেম্বর(মঙ্গলবার) বিকেল ০৩টায় আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন।
মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর কবির মান্নু।সিনিয়র আহবায়কদ্বয় এইচএম ফারুক হোসেন ও মোস্তান হাফিজ,পাড়েরহাট ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি তপন তালুকদার, সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন,যুব দলের সভাপতি আতিকুল ইসলাম,সদস্য সচিব খাইরুল ইসলাম লাভলু, ছাত্রদলের আহ্বায়ক আলামিন হোসেন, সদস্য সচিব ইঞ্জিনিয়ার সাদিকুল ইসলাম, সাবেক ছাত্রদলের সভাপতি শাহিদুল ইসলাম, জাসাসের সাধারণ সম্পাদক ওবাইদুল ইসলাম, কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম সহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন, অবিলম্বে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করে তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিগত আওয়ামী দুঃশাসনামলে আমাদের দলের নেতাকর্মীদের উপর যে জুলুম,অমানবিক নির্যাতন,অগ্নি সংযোগ,বাড়ি ঘর ভাঙচুর, লুটতরাজ সহ মিথ্যে মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করেছে, সর্বস্বান্ত করেছে তার বিচার এই বাংলার মাটিতে হবেই হবে। তাই অবিলম্বে দোষীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমরা এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করেছি।পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমরা আইন হাতে তুলে নিতে চাই না, যাদের নামে মামলা হয়েছে আপনারা তাদেরকে গ্রেফতার করুন ও বিচারের জন্য কাঠগড়ায় দার করান।এমন বিচার করেন যাতে ভবিষ্যতে এমন অন্যায় করতে কেউ সাহস না পায় ।
সদস্য সচিব আলমগীর কবির মান্নু বলেন,আওয়ামী দু:শাসনামলে আমরা কেউ দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেনি, বাড়ি ঘরে ঘুমাতে পারিনি, ব্যবসা-বাণিজ্য করতে পারিনি, শুধু শুধু আমাদেরকে মিথ্যে মামলা দিয়ে সর্বস্বান্ত করিয়েছে, কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরিয়েছে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে,।আমরা এর বিচার চাই যাদের নামে মামলা হয়েছে সেই সকল আওয়ামী সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেপ্তারপূর্বক বিচারের কাঠগড়ায় দেখতে চাই। আমরা শান্তিতে বিশ্বাসী কখনো কোন অন্যায় কাজ আমার দল সমর্থন করে না। তাইতো আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজন। এ ব্যাপারে পুলিশ প্রশাসনসহ সরকারের সহযোগিতা কামনা করেন।