প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৯:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২৫, ৫:৩৩ এ.এম
পানছড়িতে অসহায় দেড়শত পরিবার মাঝে বিজিবি’র ইফতার সামগ্রী বিতরণ

মারুফুজ্জামান রেজা, ৯ মার্চ ২০২৫, রবিবার।
জেলার পানছড়িতে অসহায় দরিদ্র দেড়শ পরিবারের মাঝে রমজান মাস উপলক্ষে ইফতার সামগ্রী প্রদান করেন ৩ বিজিবি লোগাং জোন।
রবিবার ( ৯ মার্চ ২০২৫) সকালে লোগাং বিজিবি জোন হেডকোয়ার্টারে জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি, এএসসি'র উপস্থিতিতে ১৫০ জন অসহায় দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়।
এসময় জোন অধিনায়ক বলেন, মাহে রমজান সংযমের মাস , অত্যন্ত্য গুরুত্বপুর্ণ এ মাসে অনেকেই ভালো ইফতার কিনে নিতে পারে না। দেশ মাতৃকার সেবায় সীমান্তে কঠোর নিরাপত্তা বিজিবি কাজ করে যাচ্ছে। একই সাথে পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে জনকল্যান মুলক এ ক্ষুদ্র সেবা । আল্লাহপাক সহায় থাকলে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
বিতরণকালে ৩ বিজিবি লোগাং জোনের স্টাফ কর্মকর্তাগন ছাড়াও বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী সহ উপকারভোগীগন উপস্থিত ছিলেন।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত