প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৯:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ১১:৫০ এ.এম
পানছড়িতে দুইটি ইটভাটা স্থায়ীভাবে বন্ধ করা হলো

মারুফুজ্জামান রেজা, পানছড়ি উপজেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির জেলার পানছড়িতে মাহামান্য হাইকোর্ট বিভাগের পিটিশন মূলে দুটি ইটভাটা স্থায়ীভাবে বন্ধ করা হলো।
বৃহস্পতিবার (১৩মার্চ) দুপুরে উপজেলা নির্বাহি অফিসার ফারহানা নাসরিন নেতৃত্বে নালকাটায় এমএসআর ব্রিকস ও সততা ব্রিকস নামে দুটি ভাটাকে স্থায়ীভাবে বন্ধ করেন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ১৩৭০৫/২০২২ মূলে ইটভাটা গুলো স্থায়ীভাবে বন্ধ করা হলো। উপজেলার দুটি ইটভাটার মালিকগন লিখিত অঙ্গিকার দিয়েছেন যে, তারা নিজস্ব উদ্যোগে ভাটার চুল্লি ভেঙে ফেলবেন।
অভিযান পরিচালোনা কালে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, উপজেলা রেন্জ কর্মকর্তা কিশোলয় চাকমা, উপজেলা ফায়ার স্টেশন ইনচার্জ লিটন বৈষ্ণব, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি সহ বিভিন্ন বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত