প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৫, ১:০৫ পি.এম
পানছড়িতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য আটক

মারুফুজ্জামান রেজা, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পূর্ণমোহন পাড়া হতে আঞ্চলিক উপজাতীয় সংগঠনের এক সদস্যকে আটক করেছে যৌথবাহিনীর টহল দল।
সুত্র জানায়, শুক্রবার (৭ ফেব্রুয়ারি ২০২৫) প্রথম প্রহরে রাত আনুমানিক ০১.৩০ ঘটিকার সময় এসআই সদানন্দ বৈদ্য সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ যৌথ অভিযান পরিচালনা করে উপজেলার লতিবান ইউপির গঙ্গারাম পাড়া (পূর্ণমোহন কার্বারী পাড়া) এলাকা হতে মৃত বীরেন্দ্র ত্রিপুরার ছেলে উপজাতীয় আঞ্চলিক সংগঠনের সদস্য ওপেন্দ্র ত্রিপুরা (৩৪) কে ১টি পিস্তল ও গুলি সহ আটক করে। আটককৃত ওপেন্দ্র ত্রিপুরা ইউপিডিএফ-এর সদস্য বলে স্বীকার করে।
পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন জানান, যৌথ অভিযানে আটককৃত আসামীর বিরুদ্ধে বিধি মোতাবেক মামলায় দিয়ে খাগড়াছড়ি বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ভবিষ্যতেও অবৈধ চোরাচালান , মাদক নিয়ন্ত্রন সহ সন্ত্রাস নির্মুলে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত