
স্বপন কুমার নাথ। স্টাফ রিপোর্টার।
খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আজ ছাত্র ছাত্রীদের মাঝে ২য় সান্মাসিক ২০২৪ এর বৃত্তি প্রদান করা হয়েছে। গ্রামীণ ব্যাংক মানিকছড়ি শাখার শাখা ব্যবস্হাপক জনাব স্বপন কুমার নাথ এর সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রায় ১৫ জন বৃত্তি প্রাপ্ত ছাত্র ছাত্রী ও তাঁদের অভিবাবক সহ এলাকার বেশ কিছু গন্য মান্য ব্যাক্তি অংশ গ্রহন করেছেন। সভাপতির বক্তব্যে শাখা ব্যবস্হাপক জনাব স্বপন কুমার নাথ বলেন, ক্ষুদ্র ঋনের জনক হিসেবে আখ্যায়িত গ্রামীণ ব্যাংকের মাননীয় প্রতিষ্ঠাতা ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, নোবেল পুরস্কার বিজয়ী জনাব ডঃ মুহাম্মাদ ইউনূস স্যার ১৯৭৬ সালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার জোবরা গ্রামে এই ব্যাংক সূচনা করেছিলেন। তখন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সুনামধন্য অধ্যাপক ছিলেন। শুরু থেকে সরকারি ও বেসরকারি, বিভিন্ন ভাবে এর কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং ও পর্যালোচনা করে ব্যাংকের উদ্দেশ্য, আদর্শ ও সামগ্রিক অগ্রগতি সন্তোষজনক প্রমানিত হওয়ায় ১৯৮৩ সালের ২রা অক্টোবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন অর্থ মন্ত্রণালয় একটি বিশেষ অর্ডিন্যান্স জারী করে এটিকে সরকারের বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক হিসেবে স্বীকৃতি প্রদান করেন। এরপর থেকে আরও সরোবরে এই ব্যাংক সন্মানিত সদস্যাদের আর্থসামাজিক উন্নয়নে ক্ষুদ্র ঋন কর্মসূচির পাশাপাশি উচ্চ শিক্ষা ঋন, ছাত্র ছাত্রী বৃত্তি প্রদান, সংগ্রামী সদস্যাদের বিনা সুদে ঋন, বৃক্ষ রোপন কর্মসূচি, স্বাস্থ্য, শিক্ষা ও বাসস্থানের উপর ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন কর আসছেন এবং এখনো পর্যন্ত ক্ষুদ্র ঋন কর্মসূচী সহ সকল কর্মসূচী অত্যন্ত সফলতার সহিত চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় ২০২৪ সালের শেষ ধাপের ছাত্র ছাত্রী বৃত্তি প্রদান কর্মসূচীতে সারা দেশের ন্যায় গ্রামীণ ব্যাংক রাঙ্গামাটি যোনে ও যোনের শ্রদ্ধেয় যোনাল ম্যানেজার জনাব উত্তম কুমার শীল মহোদয়ের নির্দেশনায় বাস্তবায়িত হচ্ছে । সে প্রেক্ষিতে আজ গ্রামীণ ব্যাংক মানিকছড়ি শাখায় ও বৃত্তি প্রদান করা হয়েছে।
বৃত্তি প্রাপ্ত উপস্থিত ছাত্র ছাত্রী ও তাঁদের অভিবাবক বৃন্দ বৃত্তির টাকা হাতে পেয়ে তাঁদের অনুভূতি ব্যাক্ত করতে গিয়ে বলেন, গ্রামীণ ব্যাংকের মাননীয় প্রতিষ্ঠাতা জনাব ডঃ মুহাম্মাদ ইউনূস স্যারকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ, তিনি ছাত্র ছাত্রী বৃত্তি কর্মসূচি প্রবর্তন করেছেন বিধায় আমরা আজও বৃত্তি পাচ্ছি। এতে করে আমরা আর্থিক ভাবে লাভবান হচ্ছি এবং সামাজিক ভাবে সন্মান বোধ করছি। তাঁরা আরও বলেন, মহান সৃষ্টিকর্তা যেন আমাদের দেশের অমূল্য সম্পদ এই জ্ঞানী, সৎ ও মহান ব্যাক্তিকে সন্মান জনক, নিরাপদ, সুস্হ্য ও দীর্ঘ জীবন দান করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক মানিকছড়ি শাখার সেকেন্ড ম্যানেজার জনাব অমৃত নন্দ তালুকদার, অফিসার সর্ব্ব জনাব, তাতুল চাকমা, রোজেন চাকমা, মীর মহিউদ্দিন চৌধুরী,আপন বড়ুয়া, রিমন দাশ, সাইফুল ইসলাম সহ প্রমূখ অতিথি।