
পলাশ মাহমুদ || কুষ্টিয়া,
১৫ মার্চ ২০২৫।। শিক্ষার শেষ নেই। প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হলেও গোটা জীবনটাই যেন পাঠশালায় ভর্তি করে রাখতে হয়। মহা বিদ্যার শেষ নেই। তাইতো মুফতি আমীর হামজা নিজেকে সেই সাগরেই ডুব দিয়েছেন। সেই মহা বিদ্যার অন্বেষণে গবেষণায় মনোযোগ দিলেন।
ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি(IIUM) মালয়েশিয়ার কুরআন অ্যান্ড সুন্নাহ স্টাডিজ বিভাগে পিএইচডি গবেষণা কার্যক্রম শুরু করতে চলেছেন।
এ বিষয়ে মুফতি আমীর হামজা তার ফেসবুক পেজে লিখেছেন, আমি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি(IIUM) মালয়েশিয়ার কুরআন অ্যান্ড সুন্নাহ স্টাডিজ বিভাগে পিএইচডি গবেষণা কার্যক্রম শুরু করতে যাচ্ছি। এই গবেষণায় আমার তত্ত্বাবধায়ক হিসেবে রয়েছেন প্রফেসর ড. নূর মোহাম্মদ উসমানী।
আমার গবেষণার বিষয় সূরা আল-কাউসার— এই তাৎপর্যপূর্ণ অধ্যয়নটি আশা রাখি জ্ঞানচর্চার নতুন দিগন্ত উন্মোচন করবে। ইনশাআল্লাহ!
মহান আল্লাহ তাআলা আমাকে এই গুরুত্বপূর্ণ গবেষণা সফলভাবে সম্পন্ন করার তাওফিক দান করেন।
দোয়ায় রাখবেন!
(আমির হামাজা)