বাড়িআইন-আদালতপিরোজপুরে চুরি হওয়া মোবাইল ফোন ও বিকাশে প্রতারণার মাধ্যমে হারানো টাকা উদ্ধার

পিরোজপুরে চুরি হওয়া মোবাইল ফোন ও বিকাশে প্রতারণার মাধ্যমে হারানো টাকা উদ্ধার

মো: নাজমুল হোসেন জিয়ানগর(পিরোজপুর)নিজস্ব প্রতিনিধি:

পিরোজপুরে চুরি ও হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন ও বিকাশ থেকে প্রতারণার মাধ্যমে হারানো টাকা উদ্ধার করে ভুক্ত ভোগী দের হাতে তুলে দিলেন জেলা পুলিশ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সভকক্ষে ২৬ জন ভুক্তভোগীদের হাতে মোবাইল ফোন ও নগদ টাকা হস্তান্তর করেন পুলিশ সুপার খান মুহাম্মাদ আবু নাসের।
পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, জেলার প্রতিটি থানায় অসংখ্য (সাধারণ ডায়েরি) জিডি হয়। এর উল্লেখযোগ্য জিডি হয় মোবাইল ফোন হারানোর। এছাড়া বিকাশের টাকা প্রতারণার মাধ্যমে নিয়ে যাওয়ার ও অভিযোগ পাওয়া যায়।এই অভিযোগ গুলো পাওয়ার সাথে সাথে পুলিশের আইসিটি এবং মিডিয়া শাখা তৎপর হয়ে যায়। তাদের তৎপরতে আমরা এ মাসে ২৫ টি মোবাইল ফোন ও বিকাশ থেকে প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া পনেরো হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হই।এরই প্রেক্ষিতে আজ ভুক্তভোগীদের হাতে মোবাইল ফোন ও নগদ টাকা তুলে দিয়েছি। আমাদের এই কার্যক্রম ভবিষ্যৎ অব্যাহত থাকবে। 
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মোঃ মুকিত হাসান খান সহ পুলিশের আইসিটি ও মিডিয়া শাখার সদস্যবৃন্দ। 
ভুক্তভোগীরা তাদের চুরি হওয়া মোবাইল ফোন ও খোয়া যাওয়া নগদ টাকা হাতে পেয়ে আনন্দে আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং পুলিশ সুপার সহ এই উদ্ধার কাজে জড়িত সকল পুলিশ সদস্যবৃন্দকে ধন্যবাদ জানান। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments