প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৫:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৫, ১:৫৯ পি.এম
পিরোজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তার বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগ

মো: নাজমুল হোসেন জিয়ানগর ( পিরোজপুর) নিজস্ব প্রতিনিধি :
পিরোজপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন কর্মকর্তার বিরুদ্ধে মাদকদ্রব্য ( ইয়াবা) সেবনের অভিযোগ উঠেছে। গত ০২দিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঐ ছবিটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। বিষয়টি পুরো পিরোজপুর জুড়ে টক অব দ্যা পিরোজপুর জেলায় পরিনত হয়েছে।
জানা যায়, ইয়াবা সেবনের ছবি ভাইরাল হওয়া ব্যক্তিটি পিরোজপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক বাবুল সরকার।বর্তমানে তিনি পিরোজপুর জেলায় সহকারী পরিচালক পদে কর্মরত আছেন।
ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, ঐ কর্মকর্তা কোন একটি কক্ষে বসে এক নারীর সাথে পৃথকভাবে ইয়াবা সেবন করছেন। এ সময় বাবুল সরকারকে এবং ঐ নারীকে খালি গায়ে আপত্তিকর অবস্থায় দেখা যায়।
এ বিষয়ে জানতে বাবুল সরকারের সাথে যোগাযোগের চেষ্টা করে তার অফিসে গিয়ে ও তাকে পাওয়া যায় নি। এমনি তাকে ফোন করা হলেও তিনি তা রিসিভ করেন নি। এমনকি এ বিষয়ে ওই অফিসের কেউ ই প্রকাশ্যে কোন কিছু মন্তব্য করতে ও রাজি হন নি। ছবিটি ভাইরাল হওয়ার পর থেকে তিনি গা ঢাকা দিয়েছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।
এ বিষয়ে পিরোজপুর সুশীল সমাজের প্রতিনিধি ও পিরোজপুরের জেষ্ঠ সংবাদকর্মী মো:খালিদ হোসেন আবু বলেন, একজন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তার এমন মাদক সেবনের ঘটনা সমাজের জন্য খুবই দু:খজনক। তার ভাষায় একটি প্রবাদ মনে পড়ে যায়,"যাকে দিয়ে ভূত ছাড়াবো তাকেই ধরল ভূতে।" যিনি মাদকদ্রব্য দূর করার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন, তিনি মাদকদ্রব্য সেবনে ব্যস্ত। সাধারণ জনগন দায়িত্বরত কর্মকর্তাদের উপর আস্হা হারিয়ে ফেলেছেন। এ বিষয়টি তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি আহ্বান জানিয়েছেন।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত