
মো:নাজমুল হোসেন (জিয়ানগর) পিরোজপুর নিজস্ব প্রতিনিধি :
১৪ ডিসেম্বর (শনিবার) শহীদ বুদ্ধিজীবী দিবস। এই উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মাদ আশরাফুল আলম খান এর সভাপতিত্বে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,জেলা পুলিশ সুপার খান মুহাম্মাদ আবু নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মোঃ মুকিত হাসান খান, সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট এসকে আদনান মাহমুদ, জেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু প্রমুখ।
সভায় জেলা প্রশাসক বলেন, ১৯৭১ সালের১৬ ডিসেম্বর বিজয় দিবসের ঠিক দুইদিন আগে ১৪ ডিসেম্বর আজকের এই দিনে বাঙালিকে মেধা শূন্য করতে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়। তাই আমরা এই দিনটিকে পালন করে বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে, বুদ্ধিজীবী গণহত্যা দিবস হিসেবে পালন করি।
এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, মিডিয়া ব্যক্তিত্ব ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।