বাড়িবাংলাদেশেবরিশাল বিভাগপিরোজপুরে ২২ তম আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

পিরোজপুরে ২২ তম আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

মোঃ নাজমুল হোসেন জিয়ানগর (পিরোজপুর) নিজস্ব প্রতিনিধি: 

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গরবো আগামীর শুদ্ধতা “এই প্রতিপাদ্য কে সামনে রেখে  পিরোজপুরে সোমবার (০৯ ডিসেম্বর) ২২তম আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। 
দিবসের বিভিন্ন কর্মসূচি মধ্যে ছিল জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন, মানববন্ধন, রেলি ও আলোচনা সভা। 
শিল্পকলা একাডেমী মিলনায়তনে দুর্নীতি দমন ও প্রতিরোধ করনীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, উপস্থিত ছিলেন দুদকের উপ পরিচালক মোঃ আমিনুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা সভাপতি মুনিরুজ্জামান নাসিম, সনাকের সভাপতি এম এ রব্বানী ফিরোজ,শিক্ষাবিদ প্রফেসর  সাইদুর রহমান , প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর জহিরুল কাইয়ুম প্রমুখ। 
জেলা প্রশাসক ও দুদকের উদ্যোগে আয়োজিত দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে পিরোজপুরের বিভিন্ন কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, দুদকের কর্মকর্তা-কর্মচারী, দু প্রকের সদস্য, টিআইবি ও সনাকের সদস্য, ইয়েস স্বেচ্ছাসেবক  বিএনসিসি, রোভার স্কাউট সহ শিক্ষার্থীরা  উপস্থিত ছিলেন। 
সকালে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোহাম্মদ  আশরাফুল আলম খান, পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের, দুদকের উপ পরিচালক মোঃ আমিনুল ইসলাম ও দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা সভাপতি মুনিরুজ্জামান নাসিম প্রমূখ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments